প্রকাশিত: Sat, Jan 13, 2024 9:43 PM
আপডেট: Mon, Jan 26, 2026 2:19 AM

৭০ অনুচ্ছেদ বাতিলের আলোচনা কি নির্বাচনের বৈধতা ও গ্রহণযোগ্যতার প্রশ্ন আড়াল করার কৌশল?

কামাল আহমেদ, ফেসবুক: সরকার সমর্থকেরা এখন হঠাৎ সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধান  দেখছেন। অর্থনীতিবিদ বিনায়ক সেন ১১ জানুয়ারি এক টুইটে ৭০ অনুচ্ছেদ বাতিল করে এমপিদের স্বাধীনভাবে সরকারের নীতি ও আইনের সমালোচনা ও  ভোট দেওয়ার সুযোগ দেওয়ার কথা বলেছেন। আরও দু-একজন তাঁর সঙ্গে গলা মেলাতে শুরু করেছেন। ৭০ অনুচ্ছেদ বাতিলের কথা আমরা তিন দশক ধরে বলে এসেছি। কিন্তু তাতে বড় দলগুলো কান দেয়নি, নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে  এই আশঙ্কায়। এখন কর্তৃত্ববাদি শাসন পাকাপোক্ত হওয়ার পর তা বাতিল করলেও কি একদলীয় সংসদ বহুদলীয় গণতন্ত্র দেবে? গত ১০ বছর সংসদ চলেছে ডামি ( অভিধানে যেসব প্রতিশব্দ আছে তার মধ্যে পুতুল বেশি উপযোগী) বিরোধী দল দিয়ে।  এখন জোড়াতালি দিয়ে ডামিতন্ত্র হলেও হতে পারে, বহুদলীয় গণতন্ত্র হবে না। নাকি ৭০ অনুচ্ছেদ বাতিলের আলোচনা আসলে নির্বাচনের বৈধতা ও গ্রহণযোগ্যতার প্রশ্ন আড়াল করার কৌশল?